ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি ২০২৪ (Ministry of Land Job Circular 2024) প্রকাশিত হয়েছে। ভূমি মন্ত্রণালয় নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। এই বিভাগে ১৪তম গ্রেডে সার্ভেয়ার পদে ২৩৮ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদ সমুহঃ
পদের নামঃ সার্ভেয়ার
- পদ সংখ্যাঃ ২৩৮ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস।
- বেতন স্কেলঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেইঃ
মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ
- ১ মে ২০১৪ তারিখে তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবেঃ
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৪ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
One thought on “ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”