সিভি/ রিজিউমি, কভার লেটার
বিডি জবস
লিংকডিন
ম্যারেজ বায়োডাটা
যেভাবে অর্ডার করবেন!
১ম ধাপঃ
আপনি যে সার্ভিসটি নিতে চাচ্ছেন প্রথমে আমাদের জানান।
২য় ধাপঃ
আপনার আগের কোন সিভি থাকলে আমাদের ইমেল অথবা হোয়াটঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন। আর যদি না থাকে তাহলে আপনার সিভি রিলেটেড তথ্য দিন। যেমনঃ নাম, ইমেল, ফোন নাম্বার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম দক্ষতা (স্কিল), কাজের অবিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি বিষয়।
হোয়াটঅ্যাপ- 01714703269
ইমেইল- aktarcomputer23@gmail.com
৩য় ধাপঃ
সিভি/রিজিউম এর ক্ষেত্রে আমাদের ওয়েব সাইট থেকে যেকোন একটি ডিজাইন সিলেক্ট করুন। বিডিজবস লিংডিন এর ক্ষেত্রে আপনার একাউন্ট থাকলে তার লগইন ইনফরমেশন দিন আর না থাকলে যে ইমেল দিয়ে একাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেটি দিন। (আপনার সকল ইনফরমেশন আমাদের কাছে নিরাপদ)
৪র্থ ধাপঃ
যে সার্ভিস নিয়েছেন তার মিনিমান ৫০% অথবা ১০০% পেমেন্ট করুন। (বিকাশ/নগত/রকেট – 01728462798) । অর্ডার কনফার্ম এর জন্য আপনাকে আডভান্স পেমেন্ট করতে হবে।
৫ম ধাপঃ
আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, কাজের অবিজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে আপনার সাথে ফোনে অথবা মেসেঞ্জারে কথা বলা হবে। কাজ শেষে আপনাকে ড্রাফট ফাইল দেওয়া হবে। সেখানে কোন কিছুর পরিবর্তন অথবা কারেকশন করা লাগলে আমাদের জানাবেন। আমরা সংশোধন করে আপনাকে মেইন ফাইল ইমেল অথবা হোয়াটঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
৬ষ্ঠ ধাপঃ
ডেলিভারির ক্ষেত্রে আমরা সাধারনত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় নেই। তবে ইমার্জেন্সি ক্ষেত্রে ২-৩ ঘণ্টার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত ১০০/- টাকা চার্জ করা হবে।