ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (PTD Job Circular 2024) প্রকাশিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগটি তাদের www.ptd.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। এই প্রতিষ্ঠানে ০৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০ তম গ্রেডে মোট ১৬ জন লােক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। তবে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদ সমুহঃ
০১।পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যাঃ ০২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতাঃ শর্টহ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজি -৭০ শব্দ এবং বাংলায় – ৪৫ শব্দ ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন-৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২৫ শব্দ।
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) টাকা।
০২।পদের নামঃ কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যাঃ ০১ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
০৩।পদের নামঃ ক্যাশিয়ার
- পদ সংখ্যাঃ ০১ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার চালনায় দক্ষতা থাকেতে হবে।
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪) টাকা।
০৪। পদের নামঃ অফিস সহায়ক
- পদ সংখ্যাঃ ১২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বেতন স্কেলঃ ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) টাকা।
বয়সসীমাঃ
- ০১ এপ্রিল ২০২৪ তারিখে তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবেঃ
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
১৮ এপ্রিল ২০২৪ সকাল ১০ টা থেকে ১৭ মে ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
One thought on “ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”