বাংলাদেশ , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
নতুন সার্কুলার
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।Bogra DC Office Job Circular 2024 খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।KU Job Circular 2024 ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।TAT Job Circular 2024 মেট্রোরেলে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।DMTCL Job Circular 2024 দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।Dinajpur DC Office Job Circular 2024 বাংলাদেশ সেনাবাহিনী ৮৪তম এএমসি কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।Army Job Circular 2024 ৩৩৪ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন বোর্ড।।BRDB Job Circular 2024 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগে বিজ্ঞপ্তি ২০২৪।।BRDB Job Circular 2024 যশোর আর্মি মেডিকেল কলেজে নিয়োগে বিজ্ঞপ্তি ২০২৪ ।। Army Medical College Jessore Job Circular 2024 নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ।। RRI Job Circular 2024

বেসরকারি সংস্থা পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • ১৭৩ Time View

বিস্তারিতঃ

বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি বুদ্ধিমান জাতির কল্পনা করে, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত যেখানে প্রতিটি নাগরিক সম্মান এবং ন্যায়বিচারের সাথে জীবনযাপন করে। সংস্থাটি একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ৮ ক্যাটাগরির পদে ৫৮৯ জনরকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

পদ সমুহঃ

১। পদের নামঃ উপপরিচালক

  • পদসংখ্যাঃ ০১ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চপর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে। বিশেষ দক্ষতাসম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১,০৩,১৫২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ১,১২,৬৮৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

২। পদের নামঃ কর্মসূচি ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ১০ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৮ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৬৫,৫১২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৭১,৫২৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৩। পদের নামঃ সহকারী কর্মসূচি ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ২০ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা এরিয়া ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
  • বেতনঃ প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৫১,৫৯২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৫৬,৩৯৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৪। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ১০০ জন
  • যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
  • বেতনঃ প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৪৩,১৮০ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৪৯,৯৭০ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৫। পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)

  • পদসংখ্যাঃ ১০০ জন
  • যোগ্যতাঃ হিসাববিজ্ঞান/বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর/স্নাতক প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট পদে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৩২,৩৭২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩৮,৫৬৮ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৬। পদের নামঃ মাঠ কর্মকর্তা

  • পদসংখ্যাঃ ২০০ জন
  • যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়সঃ ২৫ থেকে ৩৫ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ২৫,০৬০ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩০,৬৪০ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৭। পদের নামঃ মাঠ সহকারী

  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • যোগ্যতাঃ এইচএসসি পাস।
  • বয়সঃ ২৩ থেকে ৩০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১৮,১৭৬ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৩,২৯৪ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৮। পদের নামঃ অফিস সহকারী

  • পদসংখ্যাঃ ০৮ জন
  • যোগ্যতাঃ এসএসসি পাস।
  • বয়সঃ ২৩ থেকে ৩০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১৫,৬৮৬ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ১৭,৯৮৪ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

অন্যান্য সুযোগ–সুবিধাঃ সব পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস। ৪ থেকে ৭ নম্বর পদে শিক্ষানবিশকালে স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা, স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ব্যয় (২ থেকে ৪ নম্বর পদের জন্য প্রযোজ্য) এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্রাচ্যুইটি, বছরে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এ ছাড়া দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওডর ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়।

শর্তাবলিঃ নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, মাঠ কর্মকর্তা ২০,০০০ টাকা এবং মাঠ সহকারী ১৮,০০০ টাকা জামানত বাবদ জমা দিতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ ৪,০০০  টাকা প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে।

কর্মস্থলঃ নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক, তা উল্লেখ করতে হবে।

 

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (পিএম, এপিএম, এসবিএম ও বিএম পদের জন্য), দুই কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (যাঁদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফিঃ

সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’, অ্যাকাউন্ট নম্বর-৪৪১৫৬০৩০০০০৭১ (সোনালী ব্যাংক, ধানমন্ডি করপোরেট শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমাঃ

আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ

বেসরকারি সংস্থা পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

One thought on “বেসরকারি সংস্থা পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Raqibul Islam

জনপ্রিয় সার্কুলার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।।Bogra DC Office Job Circular 2024

বেসরকারি সংস্থা পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Update Time : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

বিস্তারিতঃ

বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) একটি বুদ্ধিমান জাতির কল্পনা করে, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত যেখানে প্রতিটি নাগরিক সম্মান এবং ন্যায়বিচারের সাথে জীবনযাপন করে। সংস্থাটি একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ৮ ক্যাটাগরির পদে ৫৮৯ জনরকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

পদ সমুহঃ

১। পদের নামঃ উপপরিচালক

  • পদসংখ্যাঃ ০১ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চপর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে। বিশেষ দক্ষতাসম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১,০৩,১৫২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ১,১২,৬৮৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

২। পদের নামঃ কর্মসূচি ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ১০ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৮ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৬৫,৫১২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৭১,৫২৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৩। পদের নামঃ সহকারী কর্মসূচি ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ২০ জন
  • যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা এরিয়া ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
  • বেতনঃ প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৫১,৫৯২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৫৬,৩৯৮ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৪। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ১০০ জন
  • যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
  • বেতনঃ প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৪৩,১৮০ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৪৯,৯৭০ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

৫। পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)

  • পদসংখ্যাঃ ১০০ জন
  • যোগ্যতাঃ হিসাববিজ্ঞান/বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর/স্নাতক প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট পদে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৩২,৩৭২ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩৮,৫৬৮ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৬। পদের নামঃ মাঠ কর্মকর্তা

  • পদসংখ্যাঃ ২০০ জন
  • যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়সঃ ২৫ থেকে ৩৫ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ২৫,০৬০ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩০,৬৪০ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৭। পদের নামঃ মাঠ সহকারী

  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • যোগ্যতাঃ এইচএসসি পাস।
  • বয়সঃ ২৩ থেকে ৩০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১৮,১৭৬ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৩,২৯৪ টাকা (লাঞ্চ ও মোবাইল ভাতাসহ)।

 

৮। পদের নামঃ অফিস সহকারী

  • পদসংখ্যাঃ ০৮ জন
  • যোগ্যতাঃ এসএসসি পাস।
  • বয়সঃ ২৩ থেকে ৩০ বছর
  • বেতনঃ প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ১৫,৬৮৬ টাকা (মোবাইল ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ১৭,৯৮৪ টাকা (মোবাইল ভাতাসহ)।

 

অন্যান্য সুযোগ–সুবিধাঃ সব পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস। ৪ থেকে ৭ নম্বর পদে শিক্ষানবিশকালে স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা, স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ব্যয় (২ থেকে ৪ নম্বর পদের জন্য প্রযোজ্য) এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্রাচ্যুইটি, বছরে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এ ছাড়া দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওডর ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়।

শর্তাবলিঃ নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, মাঠ কর্মকর্তা ২০,০০০ টাকা এবং মাঠ সহকারী ১৮,০০০ টাকা জামানত বাবদ জমা দিতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ ৪,০০০  টাকা প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে।

কর্মস্থলঃ নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক, তা উল্লেখ করতে হবে।

 

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (পিএম, এপিএম, এসবিএম ও বিএম পদের জন্য), দুই কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (যাঁদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফিঃ

সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’, অ্যাকাউন্ট নম্বর-৪৪১৫৬০৩০০০০৭১ (সোনালী ব্যাংক, ধানমন্ডি করপোরেট শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমাঃ

আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ

বেসরকারি সংস্থা পপি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪