বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (PD Job Circular 2024) প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের নিয়োগটি তাদের www.powerdivision.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ০৮ জুলাই ২০২৪ তারিখে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৭ জন লােক নিয়ােগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
১। পদের নামঃ কম্পিউটার অপারেটর
- পদসংখ্যাঃ ০১ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
২। পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যাঃ ০২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে Word Processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ও সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; এবংকম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ।
৩। পদের নামঃ ক্যাশিয়ার
- পদসংখ্যাঃ ০১ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ।
৪। পদের নামঃ অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যাঃ ০২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে Word Processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫। পদের নামঃ অফিস সহায়ক
- পদসংখ্যাঃ ১১ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমাঃ
- ০১ জুলাই, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ০১ হতে ০৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকাএবং ০৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
১৫ জুলাই ২০২৪ থেকে ০৪ আগস্ট ২০২৪, রাত ১২টা পর্যন্ত।