চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৪ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Navy Sailor and MODC Job Circular 2024) প্রকাশিত হয়েছে। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগটি তাদের www.joinnavy.navy.mil.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ৩১ মার্চ ২০২৪ তারিখে। নাবিক ও এমওডিসি পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতাঃ
পদের নামঃ নাবিক ও এমওডিসি
- ভর্তি ব্যাচের নাম: ভর্তি বি-২০২৪ ব্যাচ
- শাখার নাম: নাবিক ও এমওডিসি (নৌ) ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার,স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস।
- পদ সংখ্যা: অসংখ্য জন।
শিক্ষাগত যোগ্যতাঃ
- ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা (পুরুষ) : এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
- মেডিকেল শাখা (পুরুষ) : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।
- পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ (পুরুষ) : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ৩.০০ (ন্যূনতম)।
- কুক ও স্টুয়ার্ড শাখা (পুরুষ) : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ২.৫০ (ন্যূনতম) ।
- টোপাস (পুরুষ) : ৮ম শ্রেণি পাস ।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক
বয়স সীমাঃ
- নাবিক ও মহিলা নাবিক : ১৭ থেকে ২০ বছর
- এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর।
- বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয় ।
শারীরিক যোগ্যতাঃ
- সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- এমওডিসি (নৌ) – উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
মনোনয়নপদ্ধতিঃ
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নিজ নিজ জেলার কেন্দ্রে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে) অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের পর লিখিত পরীক্ষায় উপযুক্ত হিসেবে বিবেচিত হবে, তাঁদের লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের ওপর) নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ‘নাবিক’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলায় যোগদান করতে হবে।
প্রার্থীর অযোগ্যতা
আদালত কর্তৃক ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন কোনো মামলায় অভিযুক্ত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। নৌ/সেনা/বিমানবাহিনীর চাকরি বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ করলে; সশস্ত্র বাহিনী কিংবা সরকারি চাকরি থেকে নিষিদ্ধ হলেও প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।
যেভাবে আবেদনঃ
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাঁ দিকে APPLY NOW-এ ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে যেকোনো ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ছাড়া ২০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
পেমেন্টে সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন ফরম পূরণ করে সাবমিট করুন। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে সংগ্রহে রাখুন। পরবর্তী সময়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে (শাখা ও গ্রুপ অনুযায়ী) উপস্থিত হওয়ার দিন প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি প্রিন্ট করা ফরমটিও দরকার হবে। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বরে অথবা ০১৭৯১৯৯৯০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে।
বিস্তারিত জানতে যোগাযোগঃ
পারসোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮টা)।
আবেদনের সময়সীমাঃ
আগামী ২২ এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ