যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৪(MOYSPORT Job Circular 2024) প্রকাশিত হয়েছে। নিয়োগটি তাদের www.moysports.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। এই মন্ত্রণালয়ে পাঁচ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
০১।পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যাঃ ০৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রী হতে হবে।
- অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২০ এবং সাধারণজ্ঞানে ২০সহ মোট ১০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে; (ঘ) সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হইবে।
- বেতন স্কেলঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
০২।পদের নামঃ কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যাঃ ০২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং কম্পিউটার বিষয়ক সাধারণজ্ঞানে ৩০সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- বেতন স্কেলঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
০৩।পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যাঃ ০২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২০ এবং সাধারণজ্ঞানে ২০সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হইবে।
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
০৪।পদের নামঃ অফিস সহায়ক
- পদ সংখ্যাঃ ০৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং সাধারণজ্ঞানে ১০সহ মোট ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
০৫।পদের নামঃ অফিস সহায়ক
- পদ সংখ্যাঃ ০৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং সাধারণজ্ঞানে ১০সহ মোট ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমাঃ
- ৫ মে ২০২৪ তারিখে তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
- বীর মুক্তিযোদ্ধা প্রাধিকার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
- বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবেঃ
- আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা alljobs.query@teletalk.com.bd বা ds.admin@moysports.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
- মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
২৩ এপ্রিল থেকে ৭ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।