বিস্তারিতঃ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে দশম গ্রেডে ‘অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)’ পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নামঃ অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)
- পদ সংখ্যাঃ ১১৪ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি
- বয়স সীমাঃ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর জন্য সর্বোচ্চ ৩২ বছর)
- বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
নিয়োগ প্রক্রিয়াঃ
- প্রারম্ভিক নির্বাচন পরীক্ষা ২০২২ সালভিত্তিক হবে।
- নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষিঋণ–সম্পৃক্ত গ্রেড-২, ৩ এবং ৪ শাখায় পদায়ন করা হবে।
- কৃষিঋণ–সম্পৃক্ত নিয়োগপ্রাপ্তদের পাশে পল্লি এলাকায় অবস্থিত কৃষিঋণ–সম্পৃক্ত গ্রেড-২, ৩ এবং ৪ শাখার আওতাধীন গ্রামে কৃষিঋণ বিতরণ এবং আদায় করতে হবে।
- পিও পদে পদোন্নতি পাওয়ার পর বাধ্যবাধকতা রহিত হবে।
আবেদনের পদ্ধতিঃ
- অনলাইনে আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job_with_fee.php এই লিঙ্কে যান।
- আবেদনের জন্য জব আইডি নম্বর ১০২০৪ ব্যবহার করুন।
- বিস্তারিত তথ্য https://erecruitment.bb.org.bd/career/dec272023_bscs_136.pdf এই লিংকে জানা যাবে।
আবেদন ফিঃ
আবেদন ফি হিসেবে ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের শেষ সময় ২৬ জানুয়ারি, ২০২৪
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ