চাকরির বিবরণঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ৩ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৬ জনকে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ এই অদ্যতিত সুযোগ নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১।পদের নামঃ কম্পিউটার অপারেটর
- পদসংখ্যাঃ ১
- যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২।পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যাঃ ৩
- যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩।পদের নামঃ অফিস সহায়ক
- পদসংখ্যাঃ ১২
- যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাস।
- বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ
- ১ ও ২ নম্বর পদে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
- ৩ নম্বর পদে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সব পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ
- ১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে (শুধু ২ নম্বর পদের জন্য) বয়সসীমা ৪০ বছর প্রযোজ্য।
আবেদনের পদ্ধতিঃ
- আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ০২-৫৫০০৭১৮৩-৫ (এক্স-১১৪) নম্বর টেলিফোনে টেকনিক্যাল স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
- নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফিঃ
- পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ২১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ রকেট/বিকাশ/নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে (বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে)।
আবেদনের সময় ও পদের সংখ্যাঃ
- আবেদন করতে সময়সীমাঃ ৫ থেকে ২৫ জানুয়ারি, ২০২৪।
- মোট পদঃ ১৬ (১ কম্পিউটার অপারেটর, ৩ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১২ অফিস সহায়ক)
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ