নিয়োগকর্তার কাছে নিজের কর্ম অভিজ্ঞতা এবং দক্ষতা প্রমান করতে, সিভি (CV-Curriculum Vitae) তৈরি করার সময় রেফারেন্স (Reference) যুক্ত করতে হয়। সিভিতে সাধারনত এক থেকে দুই জন রেফারেন্স যুক্ত করতে হয়। কিভাবে সিভিতে রেফারেন্স যুক্ত করবেন (How to add reference in CV) তার জন্য কিছু গুরুত্বপূর্ন টিপস দেওয়া হল-
রেফারেন্স সেকশন যোগ করা
সিভির (CV) শেষে একটি আলাদা সেকশন তৈরি করুণ এবং এই সেকশনের নাম দিন রেফারেন্স (Reference)। সেখানে নাম, পদবী, প্রতিষ্ঠান, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার যুক্ত করুন। এখানে যোগাযোগের সকল ইনফরমেশন আপডেট আছে কি না তা ভালো ভাবে যাচাই করুন।
<br></br>
চেষ্টা করবেন যে সেক্টরে জব করবেন সেই সেক্টরের কাউকে রেফারেন্স হিসাবে দিতে এতে নিয়োগ কর্তার কাছে আপনার সিভিটির গ্রহন যোগ্যতা অনেক বাড়িয়ে দিবে।
রেফারেন্সের কাছে থেকে অনুমতি নেওয়া
সিভিতে যাকে আপনি রেফারেন্স হিসাবে যুক্ত করবেন, প্রথমে তার কাছ থেকে অনুমতি নিন এবং তিনি আপনাকে রেফারেন্স প্রদান করতে চায় কি না তা নিশ্চিত হন। এবং আপনার সিভির একটি কপি তার কাছে পাঠিয়ে তার মতামত বা পরামর্শ নিন।
আরো পড়ুনঃ
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
4 thoughts on “How to add reference in cv | সিভিতে যেভাবে রেফারেন্স যুক্ত করবেন”