বিস্তারিতঃ
নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (CS Noakhali Job Circular 2024) প্রকাশিত হয়েছে। নোয়াখালী সিএস নিয়োগটি তাদের www.cs.noakhali.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ০১ এপ্রিল ২০২৪ তারিখে। এই প্রতিষ্ঠানে ০২ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে মোট ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। তবে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদ সমুহঃ
০১।পদের নামঃ পরিসংখ্যানবিদ
- পদ সংখ্যাঃ ০৬ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)।
০২।পদের নামঃ স্বাস্থ্য সহকারী
- পদ সংখ্যাঃ ১৩৩ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমাঃ
- ৩১ মার্চ ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবেঃ
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
০১ এপ্রিল ২০২৪ থেকে ২৮ এপ্রিল ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।