বিস্তারিতঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি পদে একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১০ ও ১২তম গ্রেডে ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসমুহঃ
০১।পদের নামঃ উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক
- পদ সংখ্যাঃ ৬৭ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
- অন্যান্য যোগ্যতাঃ এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
০২।পদের নামঃ উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)
- পদ সংখ্যাঃ ১০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে যন্ত্রকৌশল, ত্বড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
- অন্যান্য যোগ্যতাঃ এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
০৩।পদের নামঃ হিসাব রক্ষক
- পদ সংখ্যাঃ ১৯ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
- অন্যান্য যোগ্যতাঃ এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক বেতনঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)।
বয়সসীমাঃ
- ১ মার্চ ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন করার প্রক্রিয়াঃ
- আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে লগইন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলিসহ ভিডিও একই পোর্টালে পাওয়া যাবে।
- নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই পোর্টালে জানা যাবে।
- প্রয়োজনে অফিস চলাকালে এই নম্বরে ০২-২২২২৩০৩০৩ যোগাযোগ করা যেতে পারে।
আবেদন ফিঃ
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা পেমেন্ট করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
৮ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ