চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (BORI), কক্সবাজার-এর রাজস্ব খাতের অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। BORI Job Circular 2024
চাকরির বিবরণঃ
১। সিনিয়র সাইন্টিফিক অফিসার
- পদসংখ্যাঃ ০৪ (চার)টি
- মাসিক বেতনঃ ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৫)
বিভাগ ও পদের বিবরণঃ
- (ক) ফিজিক্যাল ও স্পেস ওশানোগ্রাফি বিভাগে-০১টি
- (খ) ভূতাত্বিক ওশানোগ্রাফি বিভাগে-০১টি
- (গ) কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগে-০১টি
- (ঘ) বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে- ০১টি
২। সাইন্টিফিক অফিসার
- পদসংখ্যাঃ ১১ (এগার)টি
- মাসিক বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: ৯)
বিভাগ ও পদের বিবরণঃ
- (ক) ফিজিক্যাল ও স্পেস ওশানোগ্রাফি বিভাগে- ০২টি
- (খ) ভূতাত্বিক ওশানোগ্রাফি বিভাগে-০৩টি
- (গ) কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগে-০৩টি
- (ঘ) বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে- ০১টি
- (ঙ) ওশানোগ্রাফিক ডাটা সেন্টারে-০২টি
৩। এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
- পদসংখ্যাঃ ০১টি
- মাসিক বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: ৯)
৪। সহকারী প্রোগ্রামার
- পদসংখ্যাঃ ০১টি
- মাসিক বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: ৯)
৫। এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/নেভিগেশন (মেরিন)
- পদসংখ্যাঃ ০১টি
- মাসিক বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: ৯)
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
- প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থাকতে হবে।
- বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর)
আবেদনের পদ্ধতিঃ
- আবেদন ফিঃ অফেরতযোগ্য ১০০ টাকা।
- আবেদনের শুরু সময়ঃ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
- আবেদনের শেষ সময়ঃ ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত
আবেদন পত্র পাঠাতেঃ মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স, ৭ম তলা (লিফট-৬), আগারগাঁও, ঢাকা-১২০৭
সাক্ষাত্কারের তারিখ ও স্থান পর্যালোচনার পর নির্ধারণ করা হবে।
সূত্রঃ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bori.gov.bd)
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ
2 thoughts on “বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”