চাকরির বর্ণনাঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ৯ম, ১৩তম ও ১৬তম গ্রেডে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
১. পদের নামঃ অ্যাকাউন্টস অফিসার
- পদসংখ্যাঃ ০১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেলঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
২. পদের নামঃ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যাঃ ০১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণিতে ডিপ্লোমা।
- বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নামঃ ড্রাইভার
- পদসংখ্যাঃ ০১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি বা সমমান পাস। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। তিন বছরের হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমাঃ
- ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি/নাতনি/ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল এবং টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফিঃ
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
২৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ