চাকরির বর্ণনাঃ
বাংলাদেশের শীর্ষস্থাণীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ – সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকার ভোগীর জীবন মান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহ যোগী তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে সংস্থাটি নিম্নোক্ত ০২ টি পদে মোট ৭৭০ জনকে নিয়োগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে আহবান করা হচ্ছে।
পদের নাম, সংখ্যা ও বিবরণ
১. পদের নামঃ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)
- পদসংখ্যাঃ ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর পাশ। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় নুন্যতম ২য় বিভাগ/শ্রেনি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে।
- দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণঃ ব্রাঞ্চের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমনঃ ভাউচিং, ব্যাংকিং, রিপোর্টিং, বাজেটিং, ব্যালেন্সিং, ডিসি আর, ক্যাশবুক ও জেনারেল লেজার মেইন টেইন, ট্যাক্স-ভ্যাট, তহবিল ব্যবস্থাপনা, স্থায়ি সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা।
- বেতন স্কেলঃ প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষনার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিস্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষনকালে মাসিক ১৫,০০০/- টাকা করে প্রশিক্ষন ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে ৩ মাসের প্রশিক্ষন সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) ২৮,৭৫০/- টাকা, যা চাকুরি নিয়মিতকরনের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ৩৪,৪৯৬/- টাকা হবে।
২. পদের নামঃ কমিউনিটি ম্যানেজার-১ (CM-1)
- পদসংখ্যাঃ ৫৭০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/ সমমান পাশ। শিক্ষা জীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় নুন্যতম ২য় বিভাগ/শ্রেনি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে।
- দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণঃ এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরন, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা এ ছাড়া সমিতি, এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।
- বেতন স্কেলঃ প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষনার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিস্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষনকালে মাসিক ১৫,০০০/- টাকা করে প্রশিক্ষন ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে ৩ মাসের প্রশিক্ষন সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) ২৫,৭৫০/- টাকা, যা চাকুরি নিয়মিতকরনের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ২৯,০৫৩/- টাকা হবে।
বয়সসীমাঃ
উভয় পদের জন্য ২৪ বছর থেকে ৩২ বছর।
আবেদন ফিঃ
লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৪।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ