Update Time :
০৮:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
১৫৭
Time View
বিস্তারিতঃ
৪৩তম বিসিএসে ক্যাডার ও নন–ক্যাডারে ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির ৪৩তম বিসিএসে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক সভার পর পিএসসি এই সিদ্ধান্ত নেয়।এই নিয়োগ সুপারিশের মাধ্যমে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন–ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে।
২ হাজার ১৬৩ জন ক্যাডার পদের সর্বোচ্চ ৮০৩ জনকে সরকারি কলেজের প্রভাষক পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া, অন্যান্য ক্যাডারে ৩০০ জন প্রশাসন, ২৫ জন পররাষ্ট্র, ১০০ জন পুলিশ, ১০১ জন কর, ৪৩ জন তথ্য, ও ৭৫ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নন–ক্যাডারে নবম, দশম ও ১২তম গ্রেডে মোট ৬৪২ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নন-ক্যাডারে ৬৪২ জনের মধ্যে ২৭৪ জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।
এই বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং এতে ৯ হাজার ৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমে প্রাপ্ত মৌখিক পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বিসিএসের নতুন নিয়োগ সুপারিশে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়ার সুপারিশ দেয়া হয়েছে।