যশোর আর্মি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় যশোর আর্মি মেডিকেল কলেজে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ২০২৪ (Army Medical College Jessore Job Circular 2024) প্রকাশ করা হয়েছে। আটটি পদে নয়জন শিক্ষক নিয়োগ দেবে যশোর আর্মি মেডিকেল কলেজ। আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
১। পদের নামঃ উপাধ্যক্ষ
- পদসংখ্যাঃ ০১ জন।
২। পদের নামঃ অধ্যাপক/সহযোগী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ জেনারেল সার্জারি
৩। পদের নামঃ অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ ইন্টারনাল মেডিসিন
৪। পদের নামঃ অধ্যাপক/সহকারী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ অ্যানাটমি
৫। পদের নামঃ অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ প্যাথলজি
৬। পদের নামঃ অধ্যাপক/সহকারী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ ফিজিওলজি
৭। পদের নামঃ প্রভাষক
- পদসংখ্যাঃ ০২ জন।
- বিভাগঃ প্যাথলজি ও কমিউনিটি মেডিসিন
৮। পদের নামঃ সহকারী রেজিস্ট্রার
- পদসংখ্যাঃ ০১ জন।
- বিভাগঃ ইন্টারনাল মেডিসিন
শিক্ষাগত যোগ্যতাঃ
বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী (কলেজ ওয়েবসাইট থেকে সকল পদে আবেদনের যোগ্যতার বিবরণ জানা যাবে)।
আবেদন করার প্রক্রিয়াঃ
- আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে লিংকে ক্লিক করুন
আবেদন ফিঃ
আর্মি মেডিকেল কলেজ, যশোরের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টাকার রসিদ যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৪।