চাকরির বর্ণনাঃ
আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ০৪ টি পদে মােট ০৬ জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখার আহ্বান করা হচ্ছে।
পদ সমুহঃ
১. পদের নামঃ অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
- পদসংখ্যাঃ ০১ জন
- বিভাগঃ প্যাথলজি
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী।
- বেতন স্কেলঃ মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
- বয়সঃ অধ্যাপক /সহযোগী অধ্যাপক অনূর্দ্ধ ৬০ ও সহকারী অধ্যাপক অনূর্দ্ধ ৫২
২. পদের নামঃ রেজিস্ট্রার/সহকারী রেজিস্টার
- পদসংখ্যাঃ ০১ জন
- বিভাগঃ মেডিসিন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী।
- বেতন স্কেলঃ মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
- বয়সঃ অনূর্দ্ধ ৩৫
৩. পদের নামঃ প্রভাষক
- পদসংখ্যাঃ ০৩ জন
- বিভাগঃ এনাটমি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএমএন্ডডিসি এর নীতিমালা অনুযায়ী।
- বেতন স্কেলঃ মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
- বয়সঃ অনূর্দ্ধ ৩৫
৪. পদের নামঃ মেডিকেল টেকনোলজিষ্ট (ফার্মেসি)
- পদসংখ্যাঃ ০২ জন
- বিভাগঃ ফার্মাকোলজি
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ।
- বেতন স্কেলঃ মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
- বয়সঃ অনূর্দ্ধ ৩০
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৬ মার্চ ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে পৌছাতে হবে।
আবেদন ফিঃ
অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোন তফসিলি ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চীফ এ্যাডমিনিষ্টেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ১৫০০/-, রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/প্রভাষক পদের জন্য ১০০০/- এবং মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য ৭০০/- টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
আবেদনের শেষ সময় ০৬ মার্চ ২০২৪ পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ