আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখে নিনঃ
বিস্তারিতঃ
আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন) একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি ২০২৪ (Akij Group Job Circular 2024) প্রকাশ করেছে। আকিজ গ্রুপ নিয়োগটি তাদের www.akij.net অফিশিয়াল ওয়েবসাইটে ও বিডিজবস.কম ওয়েবসাইটে প্রকাশিত করেছে। প্রতিষ্ঠানটি মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে ১০ ক্যাটাগরির পদে ৩০৩ জনকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
পদ সমুহঃ
০১। পদের নামঃ সহকারী কন্ট্রোলার/কন্ট্রোলার/সিনিয়র কন্ট্রোলার (কাস্টিং)
- পদসংখ্যাঃ ৯০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ১৩.০৭.২০২৪ (শনিবার) থেকে ১৫.০৭.২০২৪ (সোমবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০২। পদের নামঃ সহকারী ইন্সপেক্টর/ইন্সপেক্টর/সিনিয়র ইন্সপেক্টর (ইন্সপেকশন)
- পদসংখ্যাঃ ৩০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ১৬.০৭.২০২৪ (মঙ্গলবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৩। পদের নামঃ সহকারী স্প্রেয়ার/স্প্রেয়ার/ সিনিয়র স্প্রেয়ার (ইন্সপেকশন)
- পদসংখ্যাঃ ১৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ১৭.০৭.২০২৪ (বুধবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৪। পদের নামঃ সহকারী মোল্ড মেকার/ মোল্ড মেকার/ সিনিয়র মোল্ড মেকার (মোল্ডিং)
- পদসংখ্যাঃ ১০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ১৮.০৭.২০২৪ (বৃহস্পতিবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৫। পদের নামঃ সহকারী অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (কিউসি)
- পদসংখ্যাঃ ২৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২০.০৭.২০২৪ (শনিবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৬। পদের নামঃ সহকারী অপারেটর/অপারেটর/সিনিয়র অপারেটর (লোড, বডি, গ্লেজ)
- পদসংখ্যাঃ ২৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। হেলপার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২১.০৭.২০২৪ (রবিবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৭। পদের নামঃ সহকারী কিলন লোডার/কিলন লোডার/সিনিয়র কিলন লোডার (কিলন)
- পদসংখ্যাঃ ২৫ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২২.০৭.২০২৪ (সোমবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৮। পদের নামঃ সহকারী ডেলিভারি অপারেটর/ডেলিভারি অপারেটর/সিনিয়র ডেলিভারি অপারেটর (ডিস্ট্রিবিউশন)
- পদসংখ্যাঃ ২০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২৩.০৭.২০২৪ (মঙ্গলবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
০৯। পদের নামঃ ইউটিলিটি অপারেটর
- পদসংখ্যাঃ ০৩ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট পদের জন্য ২ থেকে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২৪.০৭.২০২৪ (বুধবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
১০। পদের নামঃ হেল্পার
- পদসংখ্যাঃ ৬০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- সাক্ষাৎকারের তারিখ ও সময়ঃ ২৪.০৭.২০২৪ (বুধবার), সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
সুযোগ সুবিধাসমূহঃ
কোম্পানি প্রদত্ত বিভিন্ন সুবিধাসহ উৎসব বোনাস, গ্র্যাচুইটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, চিকিৎসা সুবিধা, সুলভ মূল্যে ফেয়ার প্রাইস শপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুযোগ, গ্রুপ জীবনবিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুবিধা আছে।
যোগাযোগের ঠিকানাঃ
প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহ।
বিশেষ দ্রষ্টব্যঃ
প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে উপস্থিত থাকতে হবে।