বিস্তারিতঃ
বাংলাদেশ নৌবাহিনী ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগটি তাদের https://joinnavy.navy.mil.bd/অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ১২ আগস্ট ২০২৪ তারিখে। এই প্রতিষ্ঠানে ১০ পদে ৪৬০ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
০১।পদের নামঃ ডিই/ইউসি (সিম্যান,কমিউনিকেশন ও টেকনিক্যাল)
- পদসংখ্যাঃ ৩২৯ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ।
০২। পদের নামঃ মেডিকেল
- পদসংখ্যাঃ ১৩ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
০৩। পদের নামঃ পেট্রোলম্যান
- পদসংখ্যাঃ ০৮ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
০৪। পদের নামঃ রাইটার
- পদসংখ্যাঃ ২০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
০৫। পদের নামঃ স্টোর
- পদসংখ্যাঃ ২২ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
০৬। পদের নামঃ মিউজ
- পদসংখ্যাঃ ১০ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
০৭। পদের নামঃ এমওডিসি (নৌ)
- পদসংখ্যাঃ ০৮ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
০৮। পদের নামঃ কুক
- পদসংখ্যাঃ ২৮ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
০৯। পদের নামঃ স্টুয়ার্ড
- পদসংখ্যাঃ ০৯ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
১০। পদের নামঃ টোপাস
- পদসংখ্যাঃ ১৩ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ৮ম শ্রেণি পাস ।
বয়সসীমাঃ
- ১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৭-২০ বছরের মধ্যে হতে হবে।
- বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদন ফিঃ
অনলাইনে ফরম প্রতি পদের জন্য ২০০ টাকা ও অন্যান্য চার্জ ২৫ টাকাসহ মোট২২৫ টাকা।
আবেদনের সময়সীমাঃ
১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত।